ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার গাইঘাটায় স্ত্রীর ফেসিয়াল করার কথা শুনে ক্ষিপ্ত স্বামী এসিডে ঝলসে দিয়েছে তার মুখ।
স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাপের বাড়িতে চলে এসেছিলেন স্ত্রী পিঙ্কীদেবী। কিন্তু সেখানে এসেও টাকা চেয়ে না পেয়ে এমন কাজ করেছে নিষ্টুর স্বামী।
প্রায় ৭ দিন আগে ৫ হাজার টাকা চেয়ে শ্বশুর বাড়িতে যান উজ্জ্বল রায়। স্ত্রী টাকা নেই বলার পর কথা কাটাকাটি শুরু হয়। স্বামী ব্যাগ থেকে টাকা নিয়ে যেতে চাইলে স্ত্রী বলেন, ওই টাকায় তিনি ফেসিয়াল করাবেন। ঐ কথা শুনেই চলে যান তিনি, পরে রাস্তায় এসিড ছুড়ে মারেন।
মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে গাইঘাটার পাল্লা সড়কে ফুলসরা মোড়ের কাছে। ভ্যানে বসেছিলেন পিঙ্কি। অভিযোগ, সাইকেল নিয়ে এসে মুখে অ্যাসিড ছুড়ে পালায় উজ্জ্বল। পিঙ্কি বর্তমানে হাসপাতালে ভর্তি। কপাল ও মুখের এক পাশ পুড়ে গেছে।
বিডি প্রতিদিন/ ০৩ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন