ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার হুমকি দিয়ে একটি পোস্টার টানানো হয়েছে পুরুলিয়ায়।
পোস্টারটি টানানো হয়েছে পুরুলিয়া জেলার আড়ষা থানার তৃণমূল কার্যালয়ের দেওয়ালে। মনে করা হচ্ছে পোস্টারটি মাওবাদীরাই টানিয়েছে।
এই পোস্টারটিকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরুলিয়া জেলায়।
জানা গেছে, শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই কার্যালয়ের দেওয়ালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুরুলিয়া জেলা পরিষদের সভাপতি সৃষ্টিধর মাহাতোকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া একটি পোস্টার দেখতে পায়। এ খবরটি ছড়িয়ে পড়লে রাজ্যবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ এসে পোস্টারটি উদ্ধার করে। কে বা কারা পোস্টারটি টানিয়েছে সে বিষয়ে পুলিশ এখনও পর্যন্ত কিছুই জানতে পারেনি।
বিডি প্রতিদিন/ ১৩ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন