'আমরা গরুর কথা বললেই দিদির মাথা খারাপ হয়ে যায়'- গরু পাচার নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবাবেই আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়া কেন্দ্রীয় সরকারের গোকুল মিশন প্রকল্পে দেওয়া টাকা রাজ্য সরকার খরচ করেনি বলেও অভিযোগ করেন তিনি।
সীমান্ত এলাকা দিয়ে গরু পাচার নিয়ে দিলীপ বলেন, বিএসএফের দায়িত্ব সীমান্তবর্তী ১৫ কিলোমিটার এলাকা সুরক্ষিত রাখা। তাই শুধু বিএসএফ নয়, সবাইকে একসঙ্গে গরু পাচার রুখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
গো-কুল মিশন প্রকল্প নিয়ে তিনি বলেন, গত বছর রাজ্য সরকারকে ৮ কোটি টাকা দেওয়া হয়েছে। এবং এ বছর ২৫.৪২ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু, রাজ্য এক টাকাও খরচ করেনি বলে তার অভিযোগ।
সূত্র: কলকাতা নিউজ২৪
বিডি-প্রতিদিন/১৪ আগস্ট,২০১৬/মাহবুব