ভারতের পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে ফের আচমকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রথমে প্রসূতি ওয়ার্ডে, তার পরে হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকানে।
মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই দক্ষিণ কলকাতার চিত্তরঞ্জন সেবা সদনের প্রসূতি ওয়ার্ডে যান মুখ্যমন্ত্রী। সেখানে রোগিদের সঙ্গে কথা বলেন। হঠাৎ মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে অবাক হয়ে যান প্রসূতিরা। তার পরে তাকে ঘিরে ধরে নিজেদের প্রয়োজনের কথা জানান তারা।
ওয়ার্ডে ওই সময়ে উপস্থিত নার্স এবং কর্মীদের ডেকে নিয়মিত হাসপাতাল পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এর পরে তিনি যান চিত্তরঞ্জন শিশু সদনের ন্যায্য মূল্যের দোকানে। রোগীদের বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলেন। দোকানে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে কি না, কতক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে, সে সব বিষয়ে খোঁজ নেন। খবর পেয়ে হাসপাতালের অধ্যক্ষ সেখানে পৌঁছনোর আগে অবশ্য ফিরে যান মুখ্যমন্ত্রী। তবে যাওয়ার আগে জানিয়ে যান, আবার আসবেন।
বিডি প্রতিদিন/ ১৭ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন