পশ্চিমবাংলাতেই শুধু নয়, এর বাইরেও তার পরিচিতি দিদি হিসেবে। দিদি সর্বদাই ব্যস্ত রাজ্যের ভাই-বোনদের কল্যাণচিন্তায়। তার মাঝেই শ্রাবণের বাদল ধারার দিনে দরজায় কড়া নাড়ল রাখিবন্ধন উৎসব। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পাওয়া গেল এক অন্য মেজাজে। সবার হাতে রাখি পরিয়ে উৎসবের মুহূর্তকে অন্য মাত্রা দিলেন তিনি।
মুখ্যমন্ত্রীর রাখিবন্ধনের এরকমই একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন সাংসদ-অভিনেতা দেব। ছবিতে দেখা যাচ্ছে দিদির কাছ থেকে রাখি পেয়ে ভাইয়ের অনাবিল আনন্দ।
সঙ্গে লিখেছেন দেব, ''আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এই পবিত্র উৎসবের দিনে আমায় রাখি বেঁধে দিলেন! অত্যন্ত সম্মানিত হয়েছি আমি! অজস্র ধন্যবাদ, দিদি!''
বিডি-প্রতিদিন/এস আহমেদ