২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার ভারতের পশ্চমবঙ্গের মেয়ো রোডে গাঁধীমূর্তির পাদদেশে সমাবেশ করে তৃণমূল ছাত্র পরিষদ।
দলের ছাত্র সমাবেশের মঞ্চ হয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন মমতা ব্যানার্জি। বিরোধী দলগুলি আদালতে মামলা করায় ৬৫ হাজার শিক্ষক পদে নিয়োগ আটকে আছে বলে মমতা ব্যানার্জি অভিযোগ করেন।
মমতা ব্যানার্জি বলেন, আগামী কালই যদি মামলা প্রত্যাহার করে নেওয়া হয়, তা হলে পরবর্তী ১৫ দিনের মধ্যে ৬৫ হাজার শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে বলেও জোর গলায় দাবি করেন।
বিডি প্রতিদিন/ ২৬ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন