আগামীকাল বৃহস্পতিবার থেকে কলকাতার রবীন্দ্র সদন প্রাঙ্গণে শুরু হচ্ছে ‘বাংলাদেশ বইমেলা ২০১৬’। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন, বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ঢাকার যৌথ উদ্যোগে এই বইমেলা চলবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত। বিকেল পাঁচটায় বইমেলার উদ্বোধন করবেন ভারত সরকারের পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদ এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান। প্রধান অতিথি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক শঙ্খ ঘোষ, কলকাতাস্থ উপ-হাইকমিশনার জকি আহাদ, পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন, বাংলা একাডেমি ঢাকার মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, বাংলাদেম জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি, কলকাতা পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় প্রমুখ। বুধবার কলকাতা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই কথা জানান বইমেলার আয়োজকরা।
দশ দিনব্যাপী এই বইমেলায় অনন্যা, সময় প্রকাশন, দিব্যপ্রকাশ, আগামী প্রকাশনী, ঐতিহ্য প্রকাশনা সংস্থা অবসর প্রকাশনা, দি দি ইউনিভার্সেল একাডেমি, আহমেদ পাবলিশিং হাউজ, মাওলা ব্রাদার্স বাংলাদেশের একাধিক নামকরা প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে।
প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা উন্মুক্ত থাকবে। শনি ও রবিবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা। তবে দর্শকদের জন্য কোন প্রবেশমূল্য থাকছে না। বইয়ের পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় মেলার মঞ্চে থাকছে সেমিনার, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিডি-প্রতিদিন/ ৩১ আগস্ট, ২০১৬/ আফরোজ