জামিনে মুক্তি পেলেন কুণাল ঘোষ। মদন মিত্রের জামিন পাওয়ার পর থেকেই কুণাল ঘোষের ব্যাপারেও কানাঘুষো নানা কথা শোনা যাচ্ছিল। এবার ব্যাক্তিগত ২ লাখ টাকা বন্ডের বিনিময়ে, সারদা মামলায় অভিযুক্ত বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস সাংসদ কুণাল ঘোষের জামিন মঞ্জুর করল হাইকোর্ট।
১১ই নভেম্বর পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়েছে। তবে নারকেল ডাঙা এলাকার বাইরে কোথাও যেতে পারবেন না তিনি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরে সপ্তাহে একদিন নিয়মিত হাজিরাও দিতে হবে তাকে।
উল্লেখ্য, সারদা মামলায় ২০১৩ সালের নভেম্বরে কুণাল ঘোষ গ্রেফতার হন। ২০১৪ সালের ২২অক্টোবর চার্জশিট জমা দেয় সিবিআই। তবে এরপর আর কোনও সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়নি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এক্ষেত্রে অভিযুক্তকে এতদিন ধরে বন্দি করে রেখে, জামিন না দেওয়ার বিপক্ষে কথা বলেন হাইকোর্ট।
শুক্রবার কুণাল ঘোষের জামিন মঞ্জুর হওয়ার সঙ্গে সঙ্গে আরও একবার খবরের শিরোনামে তিনি। ষষ্ঠীর সকালেই খোশমেজাজে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ০৮ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন