উরি সেনা ছাউনিতে পাকিস্তানি জঙ্গিদের হামলার পর থেকেই সন্ত্রাসবাদের প্রশ্নে উত্তপ্ত ভারত। এবার তা নিয়ে কঠিন ভাষায় নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোন দেশের শান্তি ও সমৃদ্ধির পথে অন্তরায় হয়ে ওঠে সন্ত্রাসবাদ। ভারত জুড়ে চলতে থাকা সন্ত্রাস যেমন শান্তি-স্থিতি ও সমৃদ্ধির পক্ষে ক্ষতিকর, তেমনটাই সমান ক্ষতিকর সাম্প্রদায়িক সন্ত্রাসও। গতকাল ভারতবাসীকে এ কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল যখন বিতর্কে জড়িয়েছিলেন, তখন সেই বিতর্ক থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন মমতা। সার্জিক্যাল স্ট্রাইকের পর যে ঘরোয়া রাজনীতি শুরু হয়েছে তা সচেতনভাবে এড়িয়ে সামগ্রিকভাবে সন্ত্রাসের নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিডি-প্রতিদিন/এ মজুমদার