গভীর রাতে বাজি পোড়ানোর প্রতিবাদ করায় কলকাতায় কটূক্তির মুখে পড়তে হয়েছে চন্দ্রিমা-আশিস মাজি নামের এক দম্পতিকে। পুলিশে অভিযোগ করেও লাভ হয়নি। কলকাতার আমহার্স্ট স্ট্রিটের বাবুর বাগান লেনে ঘটেছে এ ঘটনা।
এক বছরের শিশু কন্যা নিয়ে বাপের বাড়ি আসেন চন্দ্রিমা। কালীপূজা উপলক্ষে গভীর রাতেও চলছিল বাজি পোড়ানো। ঘুমের মধ্যেই ভয়ে কেঁপে উঠছিল মেয়েটি। বিকট শব্দের তাণ্ডবে অস্বস্তি বোধ করছিলেন বৃদ্ধ বাবাও।
রাত আড়াইটায় বাজির দাপট চলছে দেখে বাধ্য হয়েই প্রতিবাদ করেন তিনি। পুলিশকে খবর দেয়ার ভয় দেখান তার স্বামী আশিস মাজি।
এই অপরাধেই ওই দম্পতির উদ্দেশ্যে গালিগালাজ কটূক্তি শুরু করেন এলাকার যুবকরা। সোমবার সকালেও থামেনি গালিগালাজ। সোমবার দুপুরে আমর্হাস্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন চন্দ্রিমা। তবে পুলিশের সাহায্য মেলেনি। এখনো চলছে যুবকদের লাগাতার হুমকি। একবছরের শিশু কন্যা আর অসুস্থ বাবা মাকে নিয়ে নিয়ে চরম আতঙ্কে দিন কাটছে চন্দ্রিমার।
বিডি প্রতিদিন/২ নভেম্বর, ২০১৬/ফারজানা-০৮