৫০০ এবং ১০০০ রুপির নোট বাতিলের বিরোধিতা করে আগেই নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার তিনি নিজের ক্ষোভ প্রকাশ করলেন কবিতা লিখে।
নিজের ফেসবুক ওয়ালে শুক্রবার রাতে একটি কবিতা লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি এ সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরেন।
তিনি লেখেন “স্বজনে করলে আঘাত/আঘাতে বিদ্ধ জনগণ/ দণ্ডদান-এর প্রবল অত্যাচারে/লক্ষ্মীর ঝাঁপি হারাল ধনজন”। আটটি স্তবকের এ কবিতার কোন নাম দেননি মমতা ব্যানার্জি। কিন্তু কবিতার প্রতিটি ছত্রে ছিল এই সিদ্ধান্তের প্রতি তার তীব্র কটাক্ষ।
ভারতের বিভিন্ন রাজনীতিবিদ এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। তবে কবিতা লিখে প্রতিবাদ, কোন রাজনীতিবিদের তরফে এই প্রথম। মমতা মমতা ব্যানার্জির এ কবিতা লেখার পরেই ফেসবুকে সাড়া পড়ে যায়। খুব অল্প সময়ের মধ্যে সাড়ে পাঁচ হাজার লাইক ছাড়িয়ে যায় এটি।