সানিয়া মির্জার ভক্ত গোটা ভারতবর্ষ। আজ ছিল তার জন্মদিন। তিরিশ বছরে পা দিলেন ভারতে এই টেনিস তারকা। তাই দিনভর শুভেচ্ছায় ভেসেছেন তিনি। এদিকে জন্মদিনেই নতুন অঙ্গীকার নিলেন সানিয়া। চলতি বছরটা বেশ ভাল গিয়েছে ভারতের এই টেনিস কন্যার। আগামী বছরটাও যাতে ভাল কাটে, সেই শপথই নিয়েছেন তিনি।
গোটা দেশ যখন সানিয়া মির্জার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে, তখন বিষয়টি থেকে পিছিয়ে ছিলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ মমতা। ব্যস্ততার মধ্যেও সানিয়ার জন্মদিনের কথা ভোলেননি তিনি। ট্যুইটারে তিনিও হায়দরাবাদি এই কন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেই ট্যুইটে আগামী দিনেও সানিয়ার কাছ থেকে আরও ভাল পারফরম্যান্স চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৬/হিমেল-২১