চার বছর আগে একটি পাত্র-পাত্রীর বিজ্ঞাপন-ওয়েবসাইট মারফত পরিচয় ঘটে তাদের। এরপর একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সঙ্গিনীর সঙ্গে সহবাসও করেন। তবে প্রতিশ্রুতি রক্ষ না করায় শঙ্কর দাস নামের ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন তার সঙ্গিনী। এরপরই পেশায় কলেজ অধ্যাপক সেই শঙ্কর দাশকে গ্রেফতার করেছে পুলিশ। আর শিক্ষকের এমন ন্যাক্করজনক ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। খবর এবেলার।
পেশায় সরকারি হাসপাতালের নার্স ওই নারীর অভিযোগ, পরিচয়ের পর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েই তার সঙ্গে সহবাস করেছেন শঙ্কর। সে সময়ে ওই অধ্যাপক নিজের প্রকৃত পরিচয়ও গোপন রেখেছিলেন বলে দাবি করেছেন তিনি।
বিধাননগর সিটি পুলিশের এক কর্মকর্তা বলেন ‘‘একটি ওয়েবসাইটে আলাপের সূত্রে দু’জনের মধ্যে সম্পর্ক হয়েছিল। অভিযুক্ত প্রতিশ্রুতি দিয়ে সহবাস করায় ধর্ষণের পাশাপাশি তার বিরুদ্ধে প্রতারণার ধারাও দেওয়া হয়েছে। অভিযুক্ত বেশ কিছুদিন ওই নারীর বাড়িতে থেকেছেন বলে তদন্তে জানা গেছে।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৬/মাহবুব