পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেওয়া ৭২ ঘণ্টার চরম হুঁশিয়ারির শেষ দিন রবিবার। গতকাল উত্তরপ্রদেশের নির্বাচনী সভায় মমতার নাম উচ্চারণ না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, যার মদতে কোটি কোটি টাকা লুঠ করেছে বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলো, তিনি আজ আমায় প্রশ্ন করছেন? আর প্রধানমন্ত্রীর এমন আক্রমণের জবাব ফেসবুকে কবিতার মাধ্যমে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কবিতার কয়েকটা লাইন এরকম-
"… তুমি মহারাজ, ভুগছে জনতা
জ্ঞানের দর্শনে ফুলঝুরি!
দাম্ভিকতা
কেউ দেখেনি এ আগ্রাসী উগ্রতা!
ছিঃ ধিক্ সরকার, সর্বনাশের বারতা।" খবর কলকাতা২৪
এদিকে, গতকাল একের পর এক ট্যুইট বার্তাও দিয়েছেন মমতা ব্যানার্জি। সব টুইটেও নোট বাতিলের বিষয়ে ক্ষোভ প্রকাশ পেয়েছে। ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, জনতার কথা শুনুন। তাদের কষ্ট বুঝুন। জনতা এই কষ্ট ভুলতে পারবেন না। জনতার কষ্টকে মজা বলে মনে করবেন না। আপনার নীতির জন্য জনতার কেন কষ্ট হবে, স্বস্তি হওয়া উচিত। প্রতিটি রাজ্যে গোটা দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনতা দুঃখে রয়েছে আর আপনি আনন্দ করছেন। ট্যুইট বার্তায় আরও বলেছেন, সাধারণ মানুষের যন্ত্রণা অনুভব করুন। সাধারণ মানুষ এর জন্য আপনাকে ক্ষমা করবেন না। তাদের ভোগান্তি হচ্ছে।
গতকাল শনিবার কলকাতায় মমতা বলেন, ৭২ ঘণ্টা সময় দিয়েছি। সোমবার আমার প্রোগ্রাম ঘোষণা করব। এখনই বলছি না। আগে অন্যদের সঙ্গে আলোচনা করবো।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৩