কলকাতার সরকারি হাসপাতাল শেঠ সুখলাল কারনানি মেমোরিয়ালে (এসএসকেএম)-ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সোয়া ১১টার দিকে হাসপাতালের রোলান্ড রস বিল্ডিং-এর ষষ্ঠ তলায় লাইব্রেরিতে আগুন লাগে। কয়েকদিন আগেই তৈরি করা হয়েছিল এই লাইব্রেরিটি। এদিন তারই ফলস্ সিলিং- এ আগুন লাগে পরে তা ছড়িয়ে পড়ে হাসপাতলের অন্য জায়গাগুলিতে। কালো ধোঁয়ায় চারদিক ছেয়ে যায়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে। হাসপাতালে চিকিৎসক ও নার্সরাও ছোটাছুটি শুরু করে দেন। এরই মধ্যেই খবর যায় ফায়ার সার্ভিসে।
খবর পেয়ে আগুন নেভাতে ছুটে আসে ফায়ার সার্ভিসের ১৯ গাড়ি ছুটে আসে। স্থানীয় থানার পুলিশও পৌঁছেন। তাদের সহযোগিতায় রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে খবর অগ্নিকাণ্ডের ফলে লাইব্রেরির বহু মুল্যবান বই ছাই হয়ে যায়। যদিও হাসপাতালের রোগীরা সকলেই নিরাপদে আছেন বলে খবর। আগুনও এখন নিয়ন্ত্রণে। অগ্নিকেণ্ডের সঠিক কারণ না জানা না গেলেও শর্ট সার্কিট থেইে এই আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিসের প্রাথমিক অনুমান।
অগ্নিকাণ্ডের খবর শুনে হাসপতালে ছুটে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মেয়র শোভন দেব চট্টোপাধ্যায়, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, কলকাতা পুলিশের নগরপাল রাজীব কুমার।
হাসপাতাল ঘুরে মুখ্যমন্ত্রী জানান, ‘হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে করা হবে। আগুন লেগেছিল না কি, কেউ লাগিয়েছে- পুরো ব্যাপারটাই ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য দফতর পরীক্ষা করে দেখবে। মুখ্যমন্ত্রী জানান, ‘লাইব্রেরি বিভাগে অগ্নিকাণ্ড ঘটলেও মানুষ কিংবা কোন রোগীরই ক্ষতি হয়নি, তারা সকলেই সুরক্ষিত আছেন। এটাই আমাদের কাছে ভালো খবর’। এসএসকেএম হাসপাতালের মধ্যেই একটি স্থায়ী ফায়ার সার্ভিসের ইউনিট তৈরি করার বিষয়েও মুখ্যমন্ত্রী আশ্বাস দেন।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১৩