সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন মমতা ব্যানার্জি। টুইটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তোপ, মন কি বাত এখন মোদি কি বাত-এ। নিজের স্বার্থ সিদ্ধির জন্য সরকারি মেশিনারির অপব্যবহার করছেন প্রধানমন্ত্রী। নোটের চোটে কোটি কোটি মানুষ বিপদে। তাদের সমস্যার সমাধান না করে রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করতে চাইছেন মোদি। ব্যক্তিগত প্রচার ও স্বার্থসিদ্ধিই মোদির একমাত্র লক্ষ্য। খবর জি নিউজের।
নোট ভোগান্তির প্রতিবাদে আজ পথে নামছেন মমতা। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রশিং পর্যন্ত মিছিল করবে তৃণমূল কংগ্রেস। শুরু থেকেই মিছিলে উপস্থিত থাকে মমতা। বেলা ১২টার দিকে কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মিছিল। মেডিকেল কলেজের সামনে দিয়ে মিছিল পৌছবে হিন্দু সিনেমায়। সেখান থেকে ওয়েলিংটন হয়ে মিছিল পড়বে এসএন ব্যানার্জি রোডে। শেষ পর্যন্ত ডোরিনা ক্রশিংয়ে সভা করবেন মমতা ব্যানার্জি।
বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৬/মাহবুব