নোট বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সমগ্র ভারতজুড়ে অস্থিরতা সৃষ্টি হয়েছে। হরতাল ডেকেছে বামদলগুলো। সংসদে শুরু হয়েছে হট্টগোল। এদিকে পশ্চিমবঙ্গে সোমবার বিক্ষোভ মিছিল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
নোট বাতিলের প্রতিবাদে প্রথম থেকেই সরব ছিলেন ভারতের প্রভাবশালী এ রাজনীতিবিদ। সম্প্রতি রাজধানী দিল্লিতে গিয়েও বিরোধী দলগুলোর সঙ্গে এক জোট হয়ে সংসদের সামনে বিক্ষোভ করেন। এ নিয়ে নরেন্দ্র মোদির সিদ্ধান্তকে ব্যঙ্গ করেছেন লিখেছেন কবিতাও।
এবার আয়োজন করেলেন বিক্ষোভ মিছিলের। বামদের ডাকা হরতালে তেমন সাড়া পাওয়া না গেলেও মমতার মিছিলে মানুষের অভাব হয়নি। এদিন একাত্মতা পোষণ করে মিছিলে যোগ দেন সাংস্কৃতিক কর্মীরাও। মমতার ডাকা মিছিলে ছিলেন দেব, হিরণ, রুদ্রনীল ঘোষ, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, অনীক ধর-সহ টলিউডের বহু অভিনেতা-পরিচালকরা।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৬/ফারজানা