ভারতের কলকাতা বিমানবন্দরে বিমান বাহিনীর একটি মিগ-২৭ ফাইটার জেট মোতায়েন করা হচ্ছে। বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালের প্রবেশ পথে থাকবে এই ফাইটার জেট।
যদিও এখনই এটিকে সাধারণের জন্যে খুলে দেওয়া হয়নি। এখন অ্যাসেম্বিলংয়ের কাজ চলছে। রাশিয়ায় নির্মিত এই ফাইটার জেট বারবার ভেঙে পড়ার কারণে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছিল ভারতীয় বিমান বাহিনীকে।
তবে এই বিমান কারগিল যুদ্ধের অপারেশন সফেদ সাগরের সময় ভারতীয় বিমান বাহিনীর মান বাঁচিয়েছিল মিগ। এইরকমই একটি বিমান দমদম বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে। বিমানবন্দরে আসা-যাওয়া বিদেশিরা তো বটেই কলকাতার মানুষও যাতে এই বিমানের ইতিহাস জানতে পারে এবং দেখতে পারে সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সূত্র : কলকাতা ২৪x৭
বিডি প্রতিদিন/ ০১ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম-৭