সমগ্র দক্ষিণ এশিয়ায় কানেকটিভিটি বৃদ্ধির ওপর জোর দিলেন দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মা। তার মতে এই অঞ্চলটি পুরো বিশ্বের মধ্যে অর্থনৈতিক ভাবে সুসংহত নয় এমন অঞ্চলগুলির মধ্যে এটি অন্যতম।
বুধবার কলকাতায় দুই দিনব্যাপী ‘ইন্দো-এশিয়া কানেকটিভিটি’ শীর্ষক এক আলোচনা চক্রে উপস্থিত থেকে রিচার্ড ভার্মা বলেন, দুর্ভাগ্যজনক ভাবে গোটা বিশ্বের মধ্যে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলটি অর্থনৈতিক ভাবে অতটা সুসংহত নয়।
সমগ্র দক্ষিণ এশিয়ায় ডিজিটাল অবকাঠোমা বৃদ্ধির ওপর জোর দেওয়ার পাশাপাশি এই অঞ্চলে সামগ্রিক উন্নয়নে ভারতের পাশে থাকারও বার্তা দিয়েছেন ভার্মা।
তিনি জানান ‘দক্ষিণ এশিয়ায় ডিজিটাল অবকাঠামোয় সঠিক বিনিয়োগের ফলে এই অঞ্চলের উন্নয়ন লাফিয়ে বৃদ্ধি পাবে। ডিজিটাল সেতু বন্টনের ফলে আমাদের এই অঞ্চলের মানুষেরা নতুন ডিজিটাল অর্থনীতি’র সুবিধা নিতে পারবে’।
প্রতিবেশি রাষ্ট্রগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারতের অবদানের প্রশংসা করে মার্কিন রাষ্ট্রদূত বলেন বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে ভারতের এই সংকল্প আন্তর্জাতিক এবং আঞ্চলিক স্থিতীশীতার বজায় রাখার ক্ষেত্রে একটা বড় উদাহরণ। দক্ষিণ এশিয় অঞ্চলের প্রতিটি দেশকে এক একত্রিত করতে ভারতের প্রচেষ্টাকে পুরো সমর্থন দেওয়ারও আশ্বাস দেন রিচার্ড ভার্মা।