মল্লিকা শেরাওয়াতের ‘মাইয়া মাইয়া’ নিশ্চয় ভোলেননি! আরবি গানের ছন্দে কোমর দোলানোর সেই দৃশ্য, যাকে বলে সুপারহিট। তবে ধ্রুপদী স্টাইল থেকে বেরিয়ে এই বেলি ড্যান্স শেখার প্রবণতা কিন্তু এখন অনেকটাই বেড়েছে।
মধ্য পূর্বের একটি নৃত্য শৈলী এই বেলি ড্যান্স। এটি প্রধানত একটি সোলো নৃত্য প্রদর্শনী, যাতে একজনই পারফর্ম করে। বিভিন্ন ধরনের বেলি ড্যান্স দেখতে পাওয়া যায়। এই নৃত্যের ধরনটি নির্ভর করে কোন দেশ বা অঞ্চলের ওপর। এই নৃত্যের ধরনের পার্থক্যের সঙ্গে সঙ্গে তার পোশাক এবং নাচের স্টাইলও বদলে যায়। এই নাচের নতুন স্টাইল তৈরি হয়েছে পশ্চিমে যেটা সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। আধুনিক পপ কালচারের ক্ষেত্রে বেলি ড্যান্স একটি অবিচ্ছেদ্য অংশ।
জেনে নিন কলকাতার কোথায় কোথায় এই বেলি ডান্স শেখানো হয়;
১) বুয়ন্ট পারফর্মিং আর্টস অ্যাকাডেমি : এটি একটি ড্যান্স কোম্পানি। সৌরভ সুরেখা এখানকার নেতৃত্বে রয়েছেন। এখানে ১০ জন প্রতিভাসম্পন্ন নৃত্যশিল্পী নাচ শেখান। শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য মোট ২০টি ক্লাস নেওয়া হয় এখানে। ঠিকানা : ৮/১ জৈন হাউস, এসপ্ল্যানেড ইস্ট, কলকাতা।
২) টুইস্ট এন টার্নস : দিল্লির বানজারা স্কুল অফ ডান্সের সঙ্গে এদের সমন্বয় রয়েছে। কলকাতায় রেগুলার কোর্সে এই সংস্থাটি নাচ শেখায়। তবে এখানকার বেলি ড্যান্সের প্রশিক্ষণটি খুব অল্প সময়ের জন্য শেখানো হয়। ঠিকানা : বিএফ ১১৫, সেক্টর-১, সল্টলেক সিটি, কলকাতা।
৩) রিদম এক্স : এই সংস্থাটিতে তুরস্কের স্টাইলে বেলি ড্যান্স শেখানো হয়। এই সংস্থাটির সবচেয়ে ভালো বিষয় হল এখানে যারা নাচ শেখে তাদের বিশ্বের বিভিন্ন জায়গায় নাচের সুযোগ করে দেওয়া হয়। বেলি ড্যান্স ছাড়াও এখানে শেখানো হয় হিপ-হপ, জ্যাজ, ডান্ডিয়া, সালসা, কন্টেম্পরারি এবং পপিং ও লকিং। ঠিকানা : বিল্ডিং নম্বর-৫১১, এইচএমভি মোড়।
৪) বিভাস অ্যাকাডেমি অফ ডান্স : এই অ্যাকাডেমিটির মালিক বিভাস চৌধুরী। ইনি ২০০৭ সালের ড্যান্স বাংলা ড্যান্স কোরিওগ্রাফ করার সুযোগ পেয়েছিলেন। এখানেও বেলি ডান্স শেখানো হয়। ঠিকানা : ১৪০/১ প্রিন্স আনোয়ার শাহ রোড, লেক গার্ডেন্স,কলকাতা।
৫) ড্যান্স ফ্যাক্টরি : এটি ২০১১ সালে সন্তোষপুরে তৈরি হয়েছে। এখানে প্রধানত পশ্চিমি ড্যান্স শেখানো হয়। ঠিকানা : ১০৮, সন্তোষপুর অ্যাভিনিউ, কলকাতা।
৬) ড্যান্স টু এক্সপ্রেস : এটি অত্যন্ত জনপ্রিয় একটি বেলি ডান্স প্রশিক্ষণকেন্দ্র। তাছাড়াও এখানে শেখানো হয় হিপ-হপ, জ্যাস, ডান্ডিয়া, সালসা, কন্টেমপরারি। ঠিকানা : সমর্পন, শরত বোস রোড, গর্চা, ভবানীপুর, কলকাতা।