রোজভ্যালিকাণ্ডে তাপস পাল নিজেকে নির্দোষ বলে দাবি করলেও, তা মানতে নারাজ ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তকারীদের দাবি, রোজভ্যালির বেআইনি কাজে সক্রিয়ভাবে জড়িত ছিলেন তৃণমূল সাংসদ। রোজভ্যালির বিভিন্ন দফতরে তল্লাশি চালিয়ে বেশকিছু নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে দাবি, রোজভ্যালির একাধিক নথিতে সই রয়েছে তাপস পালের। তবে বিভিন্ন নথিতে নানা ভাবে লেখা হয়েছে তার নাম।
কিন্তু কেন? তদন্তকারীদের অনুমান, তিনি যে বেআইনি কাজ করছেন, তা জানতেন তৃণমূল সাংসদ। সেজন্যই নিজেকে বাঁচানোর রাস্তা তৈরি করে রেখেছিলেন।
সইগুলো আদৌ তাপস পালের কি না, সেবিষয়ে নিশ্চিত হতে ফিঙ্গার ফ্রিন্ট বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে আরও দাবি, শুধু সই নয়, আরও অনেক কিছু গোলমেলে ঠেকছে।
তদন্তকারীরা জানতে পেরেছেন, বেশ কয়েকবার তাপসের সঙ্গে রোজভ্যালির অফিসে যেতেন বাংলা সিনেমার এক নাম করা অভিনেত্রী। এমনকি, রোজভ্যালির অফিস থেকে টাকা ও নথি নিয়ে বের হওয়ার সময়, একাধিকবার তাপস পালের সঙ্গে দেখা গেছে ওই অভিনেত্রীকে।
সিবিআই সূত্রে খবর, রোজভ্যালিকাণ্ডের তদন্তে তাপস ঘনিষ্ঠ সেই অভিনেত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। যদিও আটক তৃণমূল সাংসদের স্ত্রী নন্দিনী পালের দাবি, এগুলো ডাহা মিথ্য কথা। তাপস পাল দু-নম্বরি কাজ করেনি। ছবি বাবদ ও ডিরেক্টর থাকাকালীন টাকা নিয়েছেন। এছাড়া কোনও টাকা নেয়নি।
ইতিমধ্যে তৃণমূল সাংসদকে হেফাজতে নিয়ে লাগাতার জেরা শুরু করেছে সিবিআই। কিন্তু, অনেক প্রশ্নের উত্তরই তাপস পাল এড়িয়ে যাচ্ছেন বলে দাবি তদন্তকারীদের।
সূত্র: এবিপি আনন্দ
বিডি-প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৬/মাহবুব