নববর্ষকে বরণ করতে উৎসবে মেতেছিল পুরো বিশ্ব। কিন্তু গণজমায়েতকে কেন্দ্র করে অনেক অনাকাঙ্খিত ঘটনাও ঘটেছে। বর্ষবরণের রাতে পশ্চিমবঙ্গের কলকাতার পার্ক স্ট্রিটসহ শহরের বিভিন্ন এলাকা থেকে অশালীন আচরণের অভিযোগে মোট ৩৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
কলকাতা পুলিশের উদ্ধৃতি দিয়ে সোমবার এ খবর প্রকাশ করেছেন ভারতের সংবাদমাধ্যমে কলকাতা টুয়েন্টিফোর।
মদ্যপ অবস্থায় এসব ব্যক্তিতে গ্রেফতার করা হয়। নিয়ম ভেঙে বাইক চালানোর অভিযোগে পুলিশ ৭০০ বাইক আরোহীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ।
বিডি প্রতিদিন/২ জানুয়ারি, ২০১৭/ফারজানা