বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলসহ অনেকগুলি পদক ২০০৪ সালের মার্চ মাসে চুরি হয়। এ ঘটনার তদন্ত ভার দেয়া হয় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। সিবিআই হালছাড়ার পর মাস খানেক আগে এ ঘটনায় উদ্যোগী হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
তদন্ত শুরু করতেই প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা এক সিপিএম নেতাকে গ্রেফতার করে বিশেষ তদন্তকারী দল। সেই সঙ্গে অনেক সূত্র হাতে আসে তদন্তকারীদের। মঙ্গলবার কলকাতা টুয়েন্টিফোর জানায়, গত দুই সপ্তাহে আটক সাতজনকে জেরা করেছেন আইপিএস, আইজি এবং এসপি পদাধিকারী অফিসারেরা।
বীরভূমের লায়েকবাজার থেকে আটক করা হয়েছে ৪৯ বছরের মিতা দাসকে। তাকে আইজি র্যাঙ্কের এবং এসপি র্যাঙ্কের দুই অফিসার জিজ্ঞাসাবাদ করেছে। ওই মহিলার স্বামী তাপস দাসকে ডিসেম্বর মাসের ২৬ তারিখে আটক করা হয়। আটক সাত জনের মধ্যে চার জনেই এই দাস পরিবারের সদস্য। এই পরিবারের সঙ্গে নোবেল চুরির যোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/৩ জানুয়ারি, ২০১৭/ফারজানা