ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার গলসিতে বিষাক্ত মদ পানে ৬ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কমপক্ষে ৩০ জন। এদের মধ্যে ১৮ জনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর গত ১ জানুয়ারি ইংরেজি নতুন বছরের দিন পিকনিক শেষে মদের নেশায় হাজির হয়েছিলেন কয়েকজন। মদ পান করে বাড়ি ফেরার পরই তারা অসুস্থ বোধ করতে থাকেন। কারও গলা-বুক জ্বলতে থাকে, কারও ঘন ঘন বমি হতে থাকে। অবশেষে শারীরিক অবস্থা অবনতির কারণে সোমবার সকাল থেকেই তাদের পুরসা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেককে ভর্তি করানো হয় বর্ধমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ৬ জন নিহত হয়। এই ঘটনায় মঙ্গলবার এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৬/মাহবুব