নরেন্দ্র মোদির দ্বারা দেশ চালানো সম্ভব নয়। তাই দেশকে বাঁচাতে এখনই জাতীয় সরকার গঠন করা জরুরী বলে মনে করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
দরকার হলে কেন্দ্রে রাষ্ট্রপতি শাসন জারি হোক। নোট বাতিলের সিদ্ধান্তের ফলে দেশে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে মোদির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মমতা।
বেআইনি অর্থলগ্নিকারী সংস্থার আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ সিবিআই’এর হাতে দলের দুই সাংসদ তাপস পাল ও সুদীপ বন্দোপাধ্যায়ের আটকের ঘটনা নিয়েও মোদির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেত্রী।
বিডি প্রতিদিন/০৬ জানুয়ারি ২০১৭/হিমেল