কলকাতার ঐতিহ্যবাহী টিপু সুলতান মসজিদের শাহি ইমাম পদ থেকে বুধবার সরিয়ে দেওয়া হয়েছে মাওলানা নূর উর রেহমান বরকতিকে। তবে খবর কানে পৌছনোর পর তিনি যে পদ থেকে সরছেন তা জানিয়েছেন দিয়েছেন বিতর্কিত এই মুসলিম ধর্মগুরু। বলেছেন, আমাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই। ইমাম ইমামই। খবর ইন্ডিয়া ডট কমের।
কর্তৃপক্ষের বরাত দিয়ে খবর বলা হয়, “দেশবিরোধী বক্তব্য রাখার জন্য বরকতিকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাঁকে অফিস ঘর খালি করে দিতে হবে। তাঁর ডেপুটিকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছে। শীঘ্রই মসজিদের নতুন ইমাম পদে নতুন কাউকে বসানো হবে।”
কিন্তু সেই সিদ্ধান্ত মানছেন না বরকতি। তিনি স্পষ্ট জানিয়েছেন, “মসজিদের ইমাম ইমামই। তাঁকে কেউ সরাতে পারে না। ইমাম কারও কথায় চলে না।”
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৭/মাহবুব