কলকাতার নিষিদ্ধপল্লীতে (সোনাগাছি) খুন হয়েছে এক বাংলাদেশি নারী। বৃহস্পতিবার সকালের দিকে উত্তর কলকতার সোনাগাছি এলাকার ৮ নম্বর দুর্গাচরণ মিত্র লেনে অবস্থিত একটি বাড়ির তিনতলা থেকে লালপান বিবি ওরফে সীমা (২৫) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করে বড়তলা থানার পুলিশ। নিহত নারীর মাথায় ও গলাতে আঘাতের চিহ্ন ছিল।
প্রাথমিক তদন্তে অনুমান ভারী কোন বস্তু দিয়ে ওই নারীর মাথায় খুব জোরে আঘাত করা হয়। এরপর মৃত্যু নিশ্চিত করতে তাঁর গলায় ধারালো কোন অস্ত্র ব্যবহার করা হয়।
খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেন কলকাতা পুলিশের ডিসি নর্থ শুভঙ্কর সিনহা সরকার। তিনি জানান নিহত নারীর গলায় ধারালো অস্ত্রের দাগ রয়েছে। ওই নারী গত পাঁচ মাস ধরে এই বাড়িটিতে ভাড়া ছিলেন। তবে ঠিক কী কারণে খুন করা হয়েছে তা এখনও পরিস্কার নয়। খুনের মোটিভ খতিয়ে দেখছে বটতলা থানার পুলিশ। পাশাপাশি কলকাতা পুলিশের হোমিসাইড শাখার কর্মকর্তারাও আলাদা করে তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে খবর, নিহত সীমা বাংলাদেশের বাসিন্দা। গত পাঁচ-ছয় মাস ধরে ওই বাড়িটিতে ভাড়াটিয়া হিসাবে রয়েছেন তিনি। আজ সকালেই সীমার ঘরের মেঝেতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়’।
এদিন সকালে দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ দেখেই সন্দেহ হয় প্রতিবেশিদের। তারাই লক্ষ্য করেন ঘরের মেঝেতে পড়ে রয়েছে ওই নারীর লাশ। যদিও অন্য একটি সূত্র জানায় গত ৩০ মে সোনাগাছি এলাকায় স্থানীয় একটি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে সীমাকে তার এক পুরুষ সঙ্গীর সঙ্গে দেখা যায়। এরপর থেকেই ওই পুরুষ সঙ্গীটির কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।
ওই বাড়িটির অন্য এক বাসিন্দা জানায় এদিন সকালেই ওই বাড়িটির মালিকের কাছে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে, সেখানেই খুনের কথা জানানো হয়। এরপরই স্থানীয় বাসিন্দারা সীমার ঘরের জানালা দিয়ে উঁকি মেরে দেখেন, মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সীমার লাশ। খবর দেওয়া হয় পুলিশে। পরে পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা জানান সীমার ঘরে নিয়মিত আসতেন এক ফল ব্যবসায়ী। সীমা খুনের ঘটনায় ওই ব্যক্তি জড়িত থাকতে পারে বলেও আশঙ্কা করছেন প্রতিবেশিরা। তবে ব্যক্তিগত শত্রুতা থেকেই এই খুন না কি এই খুনের পিছনে অন্য কোন কারণ রয়েছে-তা খতিয়ে দেখা হচ্ছে।
ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে ওই নারীর লাশ। পোস্ট মর্টেমের রিপোর্ট এলেই পরিস্কার হবে খুনের মোটিভ।
উল্লেখ্য গত নভেম্বরেও সোনাগাছিতে এক নারীকে অস্বাভাবিক ভাবে খুন হতে হয়। স্বেচ্ছাসেবী সংস্থা অফিস থেকে উদ্ধার করা হয় থেঁতলানো লাশ ।
শিরোনাম
- চুয়াডাঙ্গায় মহান মে দিবস পালিত
- ‘বিএনপি অতীতের সকল সময়ের চেয়ে বেশি শক্তিশালী’
- সোনারগাঁয়ে ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন
- শ্রম-শ্রমিক এই দুইয়ের উপরেই আজকের আধুনিক সভ্যতা
- শ্রমিকদের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র পেয়েছি: দুলু
- চার জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
- বিশ্বে প্রথমবার দুই রোবটের বক্সিং ম্যাচ
- নোয়াখালীতে গণ অধিকার পরিষদের উদ্যোগে শ্রমিক দিবস পালিত
- বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে শ্রমিকদের জীবনমান উন্নয়ন জরুরি: প্রধান উপদেষ্টা
- বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার আয়োজনে ডে লং ট্যুর ও নতুন কমিটি
- শরীর ঠাণ্ডা রাখবে মাটির পাত্রের পানি
- প্রতিদিন ব্রকলি খেলে যেসব উপকার
- চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু
- খাগড়াছড়িতে নানা আয়োজনে মে দিবস পালিত
- গোপালগঞ্জে সেফটি দিবস পালিত
- মানিকগঞ্জে মহান মে দিবস পালিত
- নির্বাচিত সরকার না থাকায় ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে : রিজভী
- পেকুয়ায় একদিনে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০
- মেহেরপুরে পৃথক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি
- ভাঙ্গায় ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
কলকাতার সোনাগাছিতে খুন বাংলাদেশি নারী!
দীপক দেবনাথ, কলকাতা:
অনলাইন ভার্সন

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন
এই বিভাগের আরও খবর