ব্যক্তিগত জীবনযাত্রা নিয়ে একাধিক অভিযোগ ওঠায় কমিউনিস্ট পার্টি (সিপিআইএম) এর রাজ্যসভার তরুণ সাংসদ এবং দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ঋতব্রত বন্দোপাধ্যায়কে তিন মাসের জন্য বরখাস্ত করেছে দল।
ঋতব্রতর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে তৈরি করা হয়েছে তিন সদস্যের কমিশন। কমিশনে আছেন দলের লোকসভার সাংসদ ও পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম, দলের নেতা মৃদুল দে এবং মদন ঘোষ। আগামী ২ আগস্টের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে তদন্ত কমিশনকে। রিপোর্ট না আসা পর্যন্ত দলে ফিরতে পারছেন না ঋতব্রত।
রাজ্য কমিটির বৈঠকের পর শুক্রবার সাংবাদিকদের এ কথা জানান সিপিআইএমের পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক ও পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র।
বেশ কিছু দিন ধরেই ঋতব্রতর বিরুদ্ধে দলের কাছে অভিযোগ জমা পড়ছিল। সূত্রে খবর, গত ১২ ফেব্রুয়ারি শিলিগুড়িতে একটি ফুটবল ম্যাচ চলাকালীন সোশ্যাল মিডিয়ায় (ফেসবুকে) তার একটি ছবি পোস্ট করাকে কেন্দ্র করে দলের ভিতরেই একাধিক সদস্য নানারকম মন্তব্য করেন। ওই ছবিতে দেখা যায় ঋতব্রতের পরনে দামি স্যুট এবং তার পকেটে দামি কলম, হাতে দামি ঘড়ি। এরপরই ফেসবুকেই এক ব্যক্তি তার বিলাসিতা নিয়ে প্রশ্ন তোলেন। পরে ঋতব্রত ওই ব্যক্তিকে চাকরিচ্যুত করার চেষ্টা করেন।
গণমাধ্যমগুলোতেও সেই ছবিও পোস্টকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। এতে দল বিড়ম্বনার মধ্যে পড়ে। এরপরই রাজ্য কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে তাকে রীতিমতো ভৎর্সনাও করা হয়। শুধু এ ঘটনাই নয়, একাধিক সময় ঋতব্রতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। নারীরাও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জানিয়েছেন।
দুই দিন আগে দলের রাজ্য কমিটির বৈঠকেই তাকে বরখাস্ত করার পাশাপাশি তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ খতিয়ে দেখার জন্য তদন্ত কমিশন গঠন করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
সাংসদ ঋতব্রত বন্দোপাধ্যায়কে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান, দলের এমন কোনো সিদ্ধান্তের কথা তার জানা নেই।
বিডি প্রতিদিন/২ জুন, ২০১৭/ফারজানা