ভারতের কেন্দ্রীয় সরকারের আরোপ করা পণ্য ও সেবা কর (জিএসটি) এর বিরোধিতায় কালো দিবস পালন করছে কলকাতার ব্যবসায়ীরা। কলকাতার নিউমার্কেটেসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে শুক্রবার সকাল থেকে তালা ঝুলছে। আগামীকাল শনিবারও করের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছেন তারা।
ব্যবসায়ীদের দাবি, জিএসটি (গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স) নিয়ে যথেষ্ট ধোঁয়াশার মধ্যে পড়ছেন তারা। জিএসটি কী, সেটাই পরিষ্কার নয় অনেকের কাছে। এ ব্যবস্থা চালু হওয়ার জন্য ছোট ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন। সূত্র : কলকাতার টুয়েন্টিফোর
বিডি প্রতিদিন/৩০ জুন, ২০১৭/ফারজানা