ভারতের কেন্দ্রীয় সরকারের আরোপকৃত পণ্য ও সেবা কর (জিএসটি) এর বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস। আজ সোমবার জ্যৈষ্ঠ নেতা সুব্রত বক্সী, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের যুবনেতা অভিষেক ব্যানার্জীর সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানেই করের বিরুদ্ধে মমতার দলের প্রতিবাদ কৌশল ঠিক করা হবে। খবর কলকাতা টুয়েন্টিফোরের।
তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, জেলায় জেলায় করের বিরুদ্ধে প্রচারণা চালাবেন তৃণমূলের বিধায়করা।
আগামী ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে এরইমধ্যে রাজ্যজুড়ে প্রচার শুরু করেছে তৃণমূলের যুবনেতা তথা সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি জিএসটি চালু করায় সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দুর্ভোগের কথা তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে।
বিডি প্রতিদিন/২ জুলাই, ২০১৭/ফারজানা