রাজ্যের মধ্যে প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি মেডিক্যাল কলেজ নির্মাণ করছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার৷ রাজ্যের বেলুড় স্টেট জেনারেল হাসপাতালের অবকাঠামো উন্নয়ন করে সেখানেই যোগ ও ন্যাচারোপ্যাথি কোর্স চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷
হাসপাতালের অব্যবহৃত নতুন ভবনেই শুরু হবে এই যোগ ও ন্যাচারোপ্যাথি মেডিক্যাল কলেজ। সেখানে দুইটি ঘরে ৫০ জন ছাত্রছাত্রীর পড়াশোনার পাশাপাশি, ২৫ শয্যার হাসপাতাল থাকবে। এ ছাড়াও মেডিটেশন হল, যোগ অনুশীলনের ঘরেরও ব্যবস্থা থাকছে।
রাজ্যের যোগ ও ন্যাচারোপ্যাথি কাউন্সিলের চেয়ারম্যান তুষার শীল জানান, সাড়ে চার বছরের কোর্স শেষে ব্যাচেলর অব ন্যাচারোপ্যাথি অ্যান্ড যোগ সায়েন্সেসের ডিগ্রি দেয়া হবে। জীববিদ্যা নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করলে এই কোর্সে ভর্তি হওয়া যাবে।সূত্র : কলকাতা টুয়েন্টিফোর
বিডি প্রতিদিন/৩০ জুলাই, ২০১৭/ফারজানা