কোটি টাকারও বেশি কমিশন নেয়ার অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাতিজা অভিষেকের বিরুদ্ধে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাউ প্রথম এ খবর প্রকাশ করে।
প্রতিবেদনটিতে বলা হয়, পশ্চিমবঙ্গের তৃণমূল যুব-কংগ্রেস সভাপতি অভিষেক লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেডের রাজকিশোর মোদীর কাছ থেকে এক কোটিরও বেশি টাকা নেন। এই ব্যক্তির বিরুদ্ধে জোর করে জমির দখল নেওয়া ও খুনের মামলা রয়েছে।
বিতর্কিত প্রোমোটার রাজ কিশোরের সঙ্গে অভিষেকের সংস্থার আর্থিক লেনদেন সংক্রান্ত বহু নথিও তাদের কাছে রয়েছে বলে দাবি করেছে টাইমস নাউ।
সমগ্র বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার সমালোচনায় সরব হয়েছে টাইমস নাউ। সেখানে বলা হয়েছে, ২০০৯ সালে এই রাজকিশোর মোদীর গ্রেফতারের দাবিতেই সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।
২০১২-১৩ সালের বেশ কিছু তথ্য প্রকাশ্যে নিয়ে এসেছে টাইমস নাউ। যেখানে দেখা যাচ্ছে, রাজকিশোর মোদী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার মধ্যে লেনদেনের বিষয়ে মধ্যস্থতার কাজ করেছিলেন একজন চার্টার্ড অ্যাকাউটেন্ট অশোক তুলসিয়ান। এই ব্যক্তিই রাজকিশোরের সংস্থা গ্রিন টেক সিটি প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর ছিলেন। একইসঙ্গে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের অডিটরও ছিলেন। সূত্র : কলকাতা টুয়েন্টিফোর
বিডি প্রতিদিন/১ আগস্ট, ২০১৭/ফারজানা