তৃণমূলকর্মীদের হুমকি দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘ভোটের ময়দানে ভোটের লড়াই হোক কিন্তু গুণ্ডামি করলে ৬ ফুট গর্ত খুঁড়ে মাটি চাপা দিয়ে দেব।’’
হলদিয়ার দুর্গাচকে পৌরসভার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রবিবার তিনি আরও বলেন, গত পৌরসভা নির্বাচনগুলোতে পুলিশ ও কর্মীদের দিয়ে গুণ্ডামি করিয়েছে তৃণমূল। হলদিয়াতেও সেই পরিকল্পনা থাকলে তা বিজেপি হতে দেবে না। দরকার পড়লে ওই গুণ্ডাদের ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে রোদে দেওয়ার হুমকি দেন দিলীপ। খবর এবেলার।
দিলীপ ঘোষ অভিযোগ করেন, তৃণমূল সিণ্ডিকেটবাজি করছে, পুলিশকে দিয়ে টাকা তুলছে। বক্তব্যের মধ্যেই মনে করিয়ে দেন, ‘‘দিলীপ ঘোষ ফালতু কথা বলে না। কে কত মায়ের দুধ খেয়েছে, তা আমরা এই ভোটে দেখে নেব।’’
পাশাপাশি তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘ভোটের দিন গোলমাল করার জন্য বাইরে থেকে যখন লোক আনবে লিস্ট করে যেন আনে। কারণ, ফেরত পাঠানোর সময়ে কম পড়তে পারে।’’
এদিন, মুকুল রায়ের বিজেপিতে যোগ দেওয়ার বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জানান, ‘‘আগামী দিনে অনেক তাবড় নেতা বিজেপিতে যোগ দেবে। তা ছাড়া তৃণমূলের অনেক ভাই-বোনদের এবারে জেলে বসে পূজা দেখতে হবে।
বিডি-প্রতিদিন/০৭ আগস্ট, ২০১৭/মাহবুব