মশা মারতে যে সত্যিই কামান দাগানোর দরকার হয় চিকুনগুনিয়ার উপদ্রবে তা প্রমাণ হয়ে গেছে। তবে ভারতের পশ্চিমবঙ্গ সরকার কামান নয়, ছড়া শুনিয়েই নিধন করতে চায় মশার বংশ।
ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধের কাজে সাধারণ মানুষের মধ্য সচেতনতা বৃদ্ধির জন্য গত ২ সেপ্টেম্বর বাংলা ভাষায় প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার৷
ওই বিজ্ঞাপনে লেখা রয়েছে, মারতে মশা– জাহানকোষা নয়! / ঢাল-তলোয়ার বারুদ-বোমাও নয়! / একটু নজর আগেপিছে / কোনখানে জল জমে আছে, / তার সঙ্গে সদিচ্ছাতেই আসল কাজটি হয়৷’
বিভিন্ন মহল থেকে অবশ্য দাবি করা হচ্ছে, বিজ্ঞাপনে ব্যবহৃত এই ছড়া আসলে লিখেছেন স্বাস্থ্য দফতর নিজের অধীনে রাখা স্বয়ং পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী৷
পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তা বিশ্বরঞ্জন শতপথীর বলেন, 'এই বিজ্ঞাপনটি রাজ্য সরকার দিয়েছে৷ রাজ্য সরকারই ছড়াটি লিখেছে!' সূত্র : কলকাতা টুয়েন্টিফোর
বিডি প্রতিদিন/৪ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা