পশ্চিমবঙ্গের রাজ্যসভার বিজেপি সাংসদ অভিনেত্রী রূপা গাঙ্গুলি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘‘আমি খুব ভাল একে-৪৭ চালাতে পারি। ওয়ান ব্যারেল, টু ব্যারেল, পিস্তল, রিভলবার সবই চালাতে পারি। বিজেপি কর্মীরা বসে বসে মার খাওয়ার জন্য জন্মাননি। প্রয়োজনে বুদ্ধি প্রয়োগ করে যে অস্ত্র দরকার, সেটাই তাঁরা ব্যবহার করবেন।’’
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দলের কর্মীদের মার খাওয়ার কান্না শুনতে চাই না বলে মত দেওয়ার ৪৮ ঘণ্টা না কাটতেই তিনি এসব কথা বলেন। খবর আনন্দবাজার পত্রিকার।
পাশাপাশি, এ দিনই বিজেপি-র মহিলা মোর্চার রাজ্য সম্মেলনে সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আগামী ১৫ নভেম্বরের মধ্যে সংগঠনের মণ্ডল কমিটি, মাতৃশক্তি বাহিনী, উপজাতি অধ্যুষিত জেলায় উপজাতি কমিটি গড়তে হবে।
বিডি-প্রতিদিন/১৬ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব