ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলায় গত সোমবার থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় বসেছে শিক্ষার্থীরা। চূড়ান্ত পরীক্ষা শুরুর আগে এই পরীক্ষাকে বেশ গুরুত্ব সহকারে নিয়েছিল তারা। কিন্তু তদের সেই প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাচ্ছেন স্বয়ং শিক্ষকরাই। অভিযোগ উঠেছে, পরীক্ষা শেষ হওয়ার আগেই খাতা কেড়ে নিচ্ছেন শিক্ষকরা। আর এমনই অভিযোগ উঠেছে নদীয়ার শান্তিপুর থানার বাগআঁচড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার বিরুদ্ধে।
ভারতীয় গণমাধ্যমে খবর, পরীক্ষা শেষ স্টেশন থেকে বাড়ি ফেরার জন্য ২টা ২২ মিনিটে ট্রেন ধরতে হবে। তাই পরীক্ষা শেষ হওয়ার আগেই ছাত্রছাত্রীদের থেকে পরীক্ষার খাতা জমা নিয়ে নেন শিক্ষিকা। সোমবারের পরে মঙ্গলবারও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় মঙ্গলবার স্কুলে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীদের অভিভাবকরা। একই সঙ্গে স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদেরও ঘেরাও করেন।
পরে অবশ্য স্কুলের শিক্ষকরা এই ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ তুলে নেন অবিভাবকরা।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৭/মাহবুব