জঙ্গি সন্দেহে আরও এক বাংলাদেশিকে আটক করেছে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। শুক্রবার ভোরে শিয়ালদহ রেলস্টেশনের কাছে জগৎ সিনেমা হলের কাছ থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
সাহাদাত হোসেন ওরফে বাবু নামের ওই ব্যক্তি যশোরের রঘুনাথপুরের বাসিন্দা বলে জানা গেছে।
মঙ্গলবার কলকাতা স্টেশন থেকে জঙ্গি সন্দেহে বাংলাদেশি নাগরিক সামসাদ মিঞা, রিয়াজুল ইসলামকে আটক করা হয়। এসময় মনতোষ দে নামে এক ভারতীয় অস্ত্র ব্যবসায়ীকেও আটক করে এসটিএফের গোয়েন্দারা। আটককৃত ব্যক্তিদের জেরা করেই সাহাদাতের খোঁজ পাওয়া যায়।
বিডি প্রতিদিন/২৪ নভেম্বর, ২০১৭/ফারজানা