ভারতের পশ্চিমবঙ্গের স্কুলে নার্সারির পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে যখন গোটা রাজ্য তোলপাড়৷ ঠিক তখনই আরও এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল৷ ঘটনাটি ঘটেছে কলকাতার রায়গঞ্জ শহরের বন্দর এলাকায়৷ তবে এই ঘটনায় অভিযুক্ত কোন শিক্ষক৷ বরং সেই শিশুকন্যার ওপর এই নির্যাতন চালিয়েছে এক প্রতিবেশী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে প্রতিবেশী বিমল মণ্ডলের বাড়িতে খেলার জন্য যায় সেই শিশুটি৷ দুপুরের পর মেয়েটি ফিরে আসে৷ কিছুক্ষণ পর লজ্জাস্থানে ব্যথা অনুভব করে শিশুটি। মায়ের দাবি, তিনি তখন মেয়েটির গোপনাঙ্গে রক্ত দেখেন৷ তা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তিনি৷
পরিবারের দাবি, রীতিমতো আতঙ্কে সিঁটিয়ে রয়েছে মেয়েটি৷ তার মধ্যেও মেয়েটি বলেছে যে তার ওপর বিমল মণ্ডল অত্যাচার চালিয়েছে৷ সেই শিশুর বাবা পেশায় টোটো চালক৷ তিনি রাতে বাড়ি ফেরার পর পরিবারের তরফে তাকে গোটা বিষয়টি জানানো হয়৷ তখনই তারা রায়গঞ্জ থানায় যান৷ সেখানে বিমল মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়৷
এরপর পুলিশের তরফে অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনের একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে৷ মেয়েটিকে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ জেলা হাসপাতালে৷ আপাতত সেখানেই মেয়েটি চিকিৎসাধীন৷ রাতেই মেয়েটির অস্ত্রোপচার করা হয়৷ আপাতত তার অবস্থা স্থিতিশীল৷
এদিকে শুক্রবার রাতেই বিমল মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ৷ বিমল প্রতিবেশী হওয়ায় মেয়েটির পরিবারের সঙ্গে তার সম্পর্ক খুব ভাল ছিল৷ ফলে এমন নিকট আত্মীয়ের বিরুদ্ধে এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে৷
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর