ভারতের পশ্চিমবঙ্গে পতিতাবৃত্তির অভিযোগে একটি বাড়ির মালিকসহ ৪ জনকে গ্রেফতার করেছে রাজ্যের সার্ভে পার্ক থানার পুলিশ। আটককৃতদের মধ্যে তিনজনই নারী ও একজন পুরুষ। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে শনিবার বিকেলে সার্ভে পার্কের ওই বাড়িতে হানা দেয় পুলিশ। রবিবার আটককৃতদের আলিপুর আদালতে তোলা হলে বাড়ির মালিক দেবযানী চক্রবর্তী বাদে বাকি তিনজনের জামিন মঞ্জুর করেন বিচারক।
পুলিশ জানিয়েছে, গত ছয় মাস ধরে বাড়ির মধ্যে মধুচক্র চালাত দেবযানী। দোতলা বাড়ির চিলেকোঠায় বসত আসর। প্রতিদিন ঘণ্টারর হিসাবে ঘরটি ভাড়া দিত সে। এদিকে নিত্যদিন নতুন নতুন ছেলে মেয়েদের বাড়িতে ঢুকতে দেখে পড়শীদেরও সন্দেহ হত। কিন্তু চতুর দেবযানী পাড়াপড়শীদের বলত ওই ঘরে কোম্পানির ছেলে-মেয়েরা মিটিং করতে আসে। তাই কয়েক ঘণ্টার জন্য ঘরটি ভাড়া দেওয়া হয়। আবার কাউকে বলত, অর্থলগ্নি সংস্থার লোন দেওয়ার কাজ হয় সেখানে। এভাবেই মাসের পর মাস প্রতিবেশীদের চোখে ধুলা দিয়ে রমরমিয়ে চালিয়ে যাচ্ছিল পতিতাবৃত্তির কারবার।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৭/মাহবুব