বৈধ কাগজ ছাড়া ভারতে প্রবেশ করার অভিযোগে ২১ জন বাংলাদেশিকে আটক করা হয়েছিল ভারতের আসামে। পরে ওই ২১ জনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দিয়েছে আসাম পুলিশ ও বিএসএফ৷
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি সুত্রাখান্ডি সীমান্ত থেকে আসামের করিমগঞ্জ জেলায় বৈধ কাগজ ছাড়া ঢুকে পড়ে এই ২১ জন বাংলাদেশি। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরে তাদের আটক করে পুলিশ।
রাজ্য পুলিশ জানিয়েছে, এই ২১ জন বাংলাদেশি পাসপোর্ট ছাড়াই অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে।তারা কোনও কাগজ দেখাতে পারেনি।সকলেই বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা। পুলিশের জেরায় আটককৃতরা জানিয়েছে, কাজের খোঁজে তাদের ভারতে আসা।
সূত্র: কলকাতা ২৪*৭
বিডি প্রতিদিন/ফারজানা