রুপি ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে ছিনতাইকারীর হামলায় কলকাতায় এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গত ২২ জুলাই রাতে কলকাতার নিউটাউন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, চিকিৎসার জন্য কলকাতার নিউটাউনে এসেছিলেন বাংলাদেশের খুলনার বাসিন্দা বাসুদেব মন্ডল। ২২ জুলাই সোমবার রাত ১০ টার দিকে হাসপাতালের কাছেই মৃধামার্কেট এলাকায় যান কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে। এসময় কয়েকজন যুবক তার পথ আটকায় এবং তার পরিচয় জানতে চায়। এসময় বাংলাদেশি নাগরিক হওয়ার কারণে তার কাছে রুপি দাবি করা হয়। কিন্তু সেই রুপি দিতে অস্বীকার করার পরই বাসুদেবকে মারধর করতে শুরু করে দুর্বৃত্তরা। আর তখনই তার কাছ থেকে দুর্বৃত্তরা ২০ হাজার রুপি ছিনতাই করে পালায় বলে অভিযোগ। এসময় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত অবস্থায় বিধাননগর মহুকুমার হাসপাতালে ভর্তি করা হয় বাসুদেবকে। এরপর একটু সুস্থ হয়েই ২৪ জুলাই এ ঘটনায় নিউটাউন পুলিশ থানায় পাঁচজনের নামে অভিযোগ দায়ের করেন বাসুদেব। এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে নিউটাউন এলাকা থেকে দুই দৃর্বৃত্তকে গ্রেফতার করে পুলিশ। তাদের নাম সঞ্জয় হালদার ও সুমন সরকার। উভয়কেই এদিন বারাসাত আদালতে তোলা হয়। বাকি অভিযুক্তদের খোঁজেও জোর তল্লাশি চালাচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল