ভুঁইফোঁড় অর্থলগ্নীকারী সংস্থা সারদা'র কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দিতে চান ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সাংসদ ও অভিনেত্রী শতাব্দী রায়। জানা গেছে, সারদা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এর কাছে থেকে তিনি প্রায় ২৯ লাখ রুপি নিয়েছিলেন। সেই রুপি ফিরিয়ে দিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এ চিঠি দিয়েছেন শতাব্দী। ইডিকে লেখা চিঠিতে শতাব্দী জানান, সারদার সাথে তার একটি চুক্তি হয়েছিল এবং সেই অনুযায়ী তাকে রুপিও দেওয়া হয়েছিল। সেই রুপি তিনি ফিরিয়ে দিতে চান।
তবে চিঠিতে লেখা ওই অঙ্কের অর্থই শতাব্দী সারদা থেকে পেয়েছিলেন না কি অর্থের পরিমাণ আরও বেশি ছিল-তা খতিয়ে দেখছে তদন্তকারী কর্মকর্তারা। সারদা ও রোজভ্যালি-এই দুই চিটফান্ড মামলায় নাম জড়িয়ে যাওয়ায় ইতিমধ্যেই বেশ কয়েকবার এই তৃণমূল সাংসদকে জেরা করা হয়েছে।
চিটফান্ড মামলায় সম্প্রতি নাম জড়িয়েছে অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিত্রশিল্পী শুভা প্রসন্ন, ব্যবসায়ী শিবাজী পাঁজা-এর মতো সেলিব্রিটিদের। এই মামলায় যুক্ত থাকার অভিযোগে কারাগারে যেতে হয়েছে তৃণমূলের সাবেক সাংসদ ও অভিনেতা তাপস পাল, রাজ্যের সাবেক মন্ত্রী মদন মিত্র, রাজ্যসভার সাবেক সাংসদ কুনাল ঘোষ, লোকসভার সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়, প্রয়োজক শ্রীকান্ত মোহতার মতো হেভিওয়েটদেরও।
উল্লেখ্য, এর আগে সারদার কাছ থেকে নেওয়া প্রায় ১ কোটি ২০ লাখ রুপি ফিরিয়ে দিয়েছিলেন বলিউড অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাবেক সাংসদ মিঠুন চক্রবর্তী। রাজনৈতিক মহলের অভিমত চিটফান্ডের রুপি ফিরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস দল ও তাদের নেতাদের স্বচ্ছ ভাবমূর্তি পুনরুদ্ধাদের ক্ষেত্রে যেমন বড় ভূমিকা নেবে তেমনি তদন্তের ক্ষেত্রেও অনেক সহায়তা করবে।
বিডি-প্রতিদিন/মাহবুব