গরু আনতে গিয়ে ৪ বাংলাদেশি ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছে। আটক হওয়া বাংলাদেশিরা হলেন রবিউল ইসলাম (১৮), আবুল হোসেন (২৮), আওয়াল (৩০) ও আমিনুল হক (১৭)।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মোলানী সীমান্তের অদূরে ফুলবাড়ি এলাকা থেকে ৪ তাদের আটক করেছে ভারতীয় পুলিশ।
স্থানীয়রা জানান, শনিবার সকালে ভারতের গোয়ালপুকুর থানার ফুলবাড়ি এলাকার এনামুল হকের বাড়ি থেকে ওই ৪ যুবককে আটক করে দেশটির পুলিশ। পরে আটককৃতদের ভারতের একটি কারাগারে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/ফারজানা