১৯ সেপ্টেম্বর, ২০১৯ ১২:১২

কলকাতায় ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

কলকাতায় ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

কলকাতার পৌরসভার সদরে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাহুল মল্লিক নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০ জনে। 

বুধবার পৌরসভার সদর দফতরের নিকটবর্তী নিউ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্বাস্থ্য দফতরের এক কর্মকর্তা জানান, ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে চিকিৎসাধীন ছিল মৌলালির বাসিন্দা রাহুল মল্লিক।দু'দিন আগে রাহুল মল্লিককে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তার মৃত্যু হয়। ওই হাসপাতালে এখনও ৮ জন ডেঙ্গু আক্রান্ত শিশু চিকিৎসাধীন রয়েছে। 

এদিকে কলকাতা পৌরসভার অধীনের ৯৯ নম্বর ওয়ার্ডে শিশুসহ প্রায় ৫০ জন বাসিন্দা ডেঙ্গুতে আক্রান্ত। জানা যাচ্ছে, গত ১৫ দিনের মধ্যে রামগড়, বিদ্যাসাগর কলোনি ও রায়পুর মন্ডলপাড়া এলাকার একের পর এক বাসিন্দা আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে।

কলকাতা পৌরসভা সূত্রের খবর, নিউ আলিপুর, গল্ফ গ্রিন, যোধপুর পার্ক, যাদবপুর এবং বাঘাযতীন এলাকায় প্রায় ১৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গত বছরও এ সমস্ত এলাকাতে ডেঙ্গু প্রকোপ ছিল মারাত্মক।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর