২০১৬ সালে নারদা ঘুষ কেলেঙ্কারি মামলায় পশ্চিমবঙ্গের আইপিএস কর্মকর্তা সৈয়দ মহম্মদ হুসেন মির্জাকে গ্রেফতার করেছে ভারতের তদন্তকারী সংস্থা সিবিআই। হাইপ্রোফাইল ওই ঘুষ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার কলকাতার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয় মির্জাকে। কিন্তু তার কাছ থেকে কোন সন্তোষজনক উত্তর পাওয়া যাচ্ছিল না, তিনি জিজ্ঞাসাবাদে সহায়তাও করছিলেন না। পাশাপাশি বহু সন্দেহজনক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন। এরপরই তাকে গ্রেফতার করে সিবিআই’এর তদন্তকারী কর্মকর্তারা।
বিকালে কলকাতার নগর দায়রা আদালতে সিবিআই’এর বিশেষ কোর্টে তোলা হলে তাকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই রিমান্ডে রাখার নির্দেশ দেয় আদালত। সন্ধ্যায় আদালত থেকে ফের নিজাম প্যালেসে সিবিআই’এর কার্যালয়ে নিয়ে আসা হয় এবং সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক আগেই প্রকাশ্যে আসে নারদা স্টিং অপারেশনের ভিডিও। যদিও ২০১৪ সালে ওই স্টিং অপারেশনটি করে ‘নারদা নিউজ’এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) বিশিষ্ট সাংবাদিক ম্যাথু স্যামুয়েল। ওই ভিডিওতে নাম জড়ায় রাজ্যটির বর্ধমান জেলার তৎকালীন পুলিশ সুপার (আইপিএস কর্মকর্তা) সৈয়দ মহম্মদ হুসেন মির্জার। ভিডিওটিতে মির্জাকে হাত পেতে ঘুষ নিতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে। ওই মামলায় নাম জড়ায় তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, সাংসদ সৌগত রায়, সাংসদ প্রসুন ব্যনার্জি, পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীসহ একাধিক ব্যক্তির নাম। বিষয়টি প্রকাশ্যে আসার পরই দেশীয় রাজনীতিতে প্রবল শোরগোল পড়ে যায়। পরে ওই ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং দুর্নীতি দমন আইনে অভিযোগ দায়ের করে সিবিআই। পাশাপশি একটি বিশেষ দল গঠন করে নারদ স্টিং অপারেশন নিয়ে তদন্ত শুরু করে ওই তদন্তকারী সংস্থাটি।
কিন্তু এই মামলায় এখনও পর্যন্ত এই প্রথম কোন ব্যক্তিকে গ্রেফতার করল সিবিআই। বেশ কিছুদিন ধরেই এই আইপিএস কর্মকর্তার ওপর নজরদারি চালাচ্ছিল তদন্তকারী সংস্থা। এই মামলায় অগ্রগতির জন্য সেসময় জিজ্ঞাসাবাদ করা হয় ম্যাথু স্যামুয়েল-কেও। তিনিও মির্জার বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সেসময় সিবিআই’এর হাতে তুলে দেন। অবশেষে এদিন তাকে গ্রেফতার করা হল।
এ ব্যাপারে সিবিআই’এর কর্মকর্তা জানান, এর আগেও মির্জাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আজকে কয়েকদফায় জেরার পর তাকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা