২৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:২২

বাংলাদেশের সঙ্গে অসমাপ্ত বেড়া দিতে চায় ত্রিপুরা

দীপক দেবনাথ, কলকাতা

বাংলাদেশের সঙ্গে অসমাপ্ত বেড়া দিতে চায় ত্রিপুরা

ভারত-বাংলাদেশ সীমান্তে অসমাপ্ত কাঁটাতারের বেড়া সমাপ্ত করার ব্যাপারে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহার কাছে দরবার করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। 

মানবপাচার, মাদকপাচার, অনুপ্রবেশসহ সমস্ত সীমান্ত নাশকতা রোধে বৃহস্পতিবার রাতে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিপ্লব দেব। 

ওই বৈঠকেই এই আবেদন জানিয়েছেন বিপ্লব। মুখ্যমন্ত্রীর সচিবালয় বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশের সাথে ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ৮৫৬ কিলোমিটার। বিএসএফ সূত্রের খবর, এর মধ্যে ৭৯০ কিলোমিটার পর্যন্ত সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজ সম্পন্ন হয়েছে। এবার বাকি অংশের কাজও শেষ করতে চায় বিপ্লব।

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে এর আগে আগরতলায় বিএসএফের, ত্রিপুরা পুলিশ, জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথেও মুখ্যমন্ত্রী বৈঠক করেন বলে জানান ত্রিপুরা রাজ্যের এক দায়িত্বশীল কর্মকর্তা।

রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মুখ্যমন্ত্রী সিনিয়র কর্মকর্তা এবং নির্মাণকারী সংস্থাকে যুদ্ধকালীন ভিত্তিতে সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণের নির্দেশ দিয়েছেন। নির্মাণ কাজের সময় যেকোনও রকম বাধা বিপত্তি উপেক্ষা করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর