৩০ সেপ্টেম্বর, ২০১৯ ১২:১৩

একজনের ইলিশ আমদানির সুযোগে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক

একজনের ইলিশ আমদানির সুযোগে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা

বাংলাদেশ থেকে একতরফাভাবে একজনকে ইলিশ আমদানির সুযোগ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ইলিশ আমাদানিকারক সংস্থা। 

এ বিষয়ে সোমবার পশ্চিমবঙ্গ সরকারের কাছে নালিশ জানাতে রাজ্য মৎস্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সংস্থার নেতারা।

পশ্চিমবঙ্গ ইলিশ আমাদানিকারক সংস্থার সভাপতি অতুল চন্দ্র দাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, প্রয়োজনীয় ব্যবস্থা না নিতে পারায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ইলিশ রফতানির প্রথম চালান যায়নি ভারতে। 

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তারই অংশ হিসেবে রবিবার প্রথম চালানে ২৪ মেট্রিক টন ইলিশ মাছ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানির কথা থাকলেও প্রয়োজনীয় কাগজপত্র ও মাছের ট্রাক না আসায় রপ্তানি হয়নি। তবে সোমবার কাস্টমস হাউজে কাগজপত্র দাখিল করা হবে বলে জানা গেছে। 

দুগার্পূজা উপলক্ষে এ ইলিশ রফতানি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয় থেকে ভারতে ৫০০ টন ইলিশ রফতানির অনুমোদন দেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে রবিবার প্রথম চালানে বেনাপোল স্থলবন্দরে ৮টি ট্রাকে ৩০ টন ইলিশ পৌঁছেছে।

প্রতি কেজি ইলিশের মূল্য ৬ মার্কিন ডলার নির্ধারণ করে রপ্তানি করা হচ্ছে। ফলে বাংলাদেশি টাকায় প্রতি কেজির দাম পড়বে ৫০০ টাকা করে। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ছাড় করা হবে ইলিশের এ চালান। 

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর