১৭ অক্টোবর, ২০১৯ ১২:৪৮

নোবেলজয়ী অর্থনীতিবিদের নাম উচ্চারণে ভুল মমতার

অনলাইন ডেস্ক

নোবেলজয়ী অর্থনীতিবিদের নাম উচ্চারণে ভুল মমতার

এ বছর অর্থনীতিতে যে তিনজন নোবেল পেয়েছেন তাদের একজন অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়। বাঙালি এ অর্থনীতিবিদকে নিয়ে এখন সর্বত্র আলোচনা হচ্ছে। বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্নে অনুষ্ঠিত সংবাদ সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও এ নিয়ে কথা বলেন। তবে নোবেলজয়ী অর্থনীতিবিদের নাম উচ্চারণে একাধিকবার ভুল করেছেন তিনি। 

মুখ্যমন্ত্রী বলেন, আমরা আজ গর্বিত। বাংলা থেকে আগেও অমর্ত্য সেন, মাদার তেরেসার মতো ব্যক্তিরা নোবেল পেয়েছেন। এবার অভিষেক বাবু পেলেন... এটা বাংলার একটা গর্ব করার বিষয়। সৌরভও (সৌরভ গাঙ্গুলী) এই বয়সে একটা সুযোগ (বিসিসিআই প্রেসিডেন্ট) পেল। বাংলা আজ গর্বের দিকে যাচ্ছে।

উল্লেখ্য, অভিষেক ব্যানার্জী নামের মমতার একজন ভাইপো রয়েছে। সেই অভিষেক মমতারই দল তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য।

নোবেলজয়ী অভিজিতের বালিগঞ্জ প্লেসের বাড়িতে যাওয়া প্রসঙ্গে মমতা বলেন, অভিষেক বাবুর মা এখানে আছেন, আমি ওনার সঙ্গে একবার দেখা করতে যাবো।

মমতা যখন সংবাদ সম্মেলন করেছিলেন, সে সময় তার পাশে ছিলেন মুখ্য সচিব রাজীব সিনহা, রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র,  কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা, কলকাতা পুলিশের আইজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিংসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এসময় মুখ্যমন্ত্রীর মুখে নোবেল বিজয়ী হিসেবে 'অভিষেক' এর নাম শুনে সংবাদ সম্মেলনে উপস্থিত সকলেই খানিকটা হতচকিত হয়ে পড়েন। তবে কেউ মুখ্যমন্ত্রীর ভুল ধরিয়ে দেননি। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর