আজ মঙ্গলবার ভাই ফোঁটা। সকাল বেলায় বিজেপি সাংসদ তথা দলের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ভাই ফোঁটা দিলেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়।
এদিন সকালেই দিলীপ ঘোষের সল্টলেকের সিএল ব্লকের বাড়িতে চলে আসেন লকেট। সেখানেই রীতি মেনে দাদা দিলীপকে ফোঁটা দেন বোন লকেট। এরপর দাদাকে মিষ্টি খাওয়ান লকেট। শেষে দাদার হাতে উপহার হিসাবে তুলে দেন 'জহর কোট'। বোনের কাছ থেকে উপহার পেয়ে খুশি দিলীপ ঘোষও।
ফোটা দিয়ে লকেট জানান 'প্রতিবছরই আমি দিলীপ দা কে ভাই ফোঁটা দিয়ে থাকি।' দাদার সুস্থতা কামনা করে লকেট জানান 'তিনি যেভাবে মানুষের সঙ্গে মিশে গেছেন, সেভাবেই যেন কাজ করেন।' তার অভিমত 'দাদা বাংলার মানুষকে সবকিছুই দিয়েছেন, দাদা যেন এভাবেই বাংলার জনগণের সঙ্গে থাকেন এবং সবাইকে ভালো রাখেন।'
অন্যদিকে সম্প্রীতির ভাই ফোঁটা উদযাপন করা হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তিতে। প্রায় দশ হাজার হিন্দু মুসলিম ভাই বোনদের মধ্যে ভাই ফোঁটা হল।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন