৩ নভেম্বর, ২০১৯ ১৪:৩৮

ভালো রাস্তায় দুর্ঘটনা বেশি হয়!

অনলাইন ডেস্ক


ভালো রাস্তায় দুর্ঘটনা বেশি হয়!

ভারতের এক সংসদ সদস্য দাবি করেছেন, রাস্তা ভালো হলে দুর্ঘটনা বেশি ঘটে। খারাপ রাস্তা দুর্ঘটনা কমাতে সাহায্য করে।

আসামের তেজপুরের সেই বিজেপি নেতা ও সাংসদের নাম পল্লব লোচন দাস। তার এ মন্তব্যকে ঘিরে সমালোচনা শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার নিজের সংসদীয় এলাকায় একটি অনুষ্ঠানে পল্লব লোচন দাস বলেন, ভালো রাস্তা নির্মাণের কোনো দরকার নেই। খারাপ রাস্তা দুর্ঘটনা কমায়। আমরা ভালো রাস্তা বানিয়ে দেখেছি। রাস্তা ভালো হলে যুবকরা খুব জোরে বাইক চালায়। এর ফলে দুর্ঘটনা ঘটে। রাস্তার খারাপ অবস্থা যুবকদের ধীরে ধীরে মোটর বাইক চালাতে বাধ্য করে। এর ফলে রাজ‍্যে সড়ক দুর্ঘটনার সংখ্যা হ্রাস পেয়েছে।

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে প্রকাশিত তথ‍্য অনুযায়ী গত পাঁচ বছরে ভারতে খারাপ রাস্তার কারণে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ১৫,০০০ জনের। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর